পরিবেশ সুরক্ষায় এইচআরপিবির ১০ দাবি সরকারের কাছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পরিবেশ বিধ্বংসী কাজের সঙ্গে জড়িত জনপ্রতিনিধিদের অপসারণ এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আইন প্রণয়ন ও পরিবেশ সুরক্ষায় ১০ দফা দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ…এইচআরপিবি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ সব দাবি তুলে ধরেন এইচআরপিবি সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি আইন রয়েছে। অথচ নেই আইনের কার্যকর প্রয়োগ। ২০১৯ থেকে বিশ্বে ঢাকা একাধিকবার সবচেয়ে দূষিত নগরীর তকমা পেলেও সরকারের টনক নড়ছে না বলেও সমালোচনা করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। অনুষ্ঠানে পরিবেশবিদ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।