পরিবেশ রক্ষার দিক ঠিক রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
পরিবেশ রক্ষার দিক ঠিক রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বেশ কয়েকটি প্রকল্পের নকশা পর্যবেক্ষণের সময় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের সময় পরিবেশের দিকে সবাইকে গুরুত্ব দিতে হবে
জলাধার, পর্যাপ্ত সবুজ এলাকা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যত্রতত্র শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি রাখার নির্দেশ দেন সরকার প্রধান। তিনি বলেন, প্রত্যেকটি এলাকার নির্দিষ্ট শিল্প জোনে প্রতিষ্ঠান করতে হবে। অপরিকল্পিতভাবে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। শেখ হাসিনা আরো বলেন, প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বৈচিত্র্য বাড়ানোর ওপর জোর দিতে হবে।অ্যাগ্রো প্রসেসিং এবং আইটি ডিভাইস সংক্রান্ত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি বলে মনে করেন তিনি।
























