পরিবেশের ক্ষতি করে রাজধানীতে কোনো ধরনের ব্যবসা করা যাবে না

- আপডেট সময় : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পরিবেশের ক্ষতি করে রাজধানীতে কোনো ধরনের ব্যবসা করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। আগামী ২০ ডিসেম্বর থেকে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। পরিবেশবান্ধব নগর নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান আলোচকরা। রাজধানীতে, এক গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা, নাগরিক ভাবনা’ শিরোনামের গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশন-ডুরা। এতে অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, বায়ু দূষণের ফলে প্রতিবছর দু’লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাই নগরিতে কে কি ব্যবসা করবে, তা কতটুকু পরিবেশ বান্ধব এটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা।
এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি মেয়র বলেন, রাজধানীতে ব্যবসা করতে হলে নিয়ম মেনে করতে হবে। এসময় ঢাকাকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান মেয়র আতিকুল ইসলাম।