পরিবেশবাদীদের ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল রাজপথ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কপ টুয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর পথে যখন বিশ্ব নেতারা তখন ভিন্ন চিত্র লন্ডনে। পরিবেশবাদীদের ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল রাজপথ।
পরিবেশবাদীদের অভিযোগ, কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও এর পরিণতি ভোগ করছে অনুন্নত দেশগুলো। অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের মতো দেশগুলো।
পোস্টার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা। এসময় জলবায়ু সম্মেলনের মতো আয়োজনকে লোক দেখানো এবং অকার্যকর বলে আখ্যা দেন তারা। দরিদ্রতা বাড়ার কারণ হিসেবে পরিবেশের বিপর্যয়কে দায়ী করা হয়। পরিবেশবাদীরা বলেন এর দায় নিতে হবে উন্নত দেশগুলোকেই।