পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক চলছে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক চলছে। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
পরিবহন মালিক-শ্রমিক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করছেন সরকারের নীতিনির্ধারকরা। জ্বালানি তেলের বাড়তি দামসহ ১৯টি খাতের ব্যয় ধরেই ভাড়া নির্ধারণে এই বৈঠক। সকাল থেকে মহাখালীর সেতু ভবনে এই বৈঠক শুরু হয়ে এখনো চলছে। এর আগে গেল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিক হারে ভাড়া বাড়ানোর দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। আন্দোলন থেকে সরে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ট্রাক মালিক সমিতি অনানুষ্ঠানিক বৈঠক করলেও কোন সমাধান না আসায় ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দেয়া হয়।

 
																			 
																		










