পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অপচয় রোধ করে জনগণের টাকা সাশ্রয় করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
যে কোন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অপচয় রোধ করে জনগণের টাকা সাশ্রয়ী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
সকালে রাজধানীর আগাওগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণবভন থেকে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, আমদানি করা সব পন্যের দাম বেড়ে গেছে। এর জন্য দেশের জনগণকে স্রাশ্রয়ী হওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় সরকারের মনিটরিংয়ের কারণে দেশের বাজারে পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রনে রয়েছে। প্রধানমন্ত্রী অহেতুক সম্পদ ব্যয় না করতে দেশের মানুষের প্রতি আহবান জানান।