পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বিএনপি : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
দন্ডিত হওয়ায় বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এজন্য তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগনের ভোটে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায় বলে জানান তিনি৷ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,রাষ্ট্রপতির আহ্বানে সার্চ কমিটি গঠনের মাধ্যমেই এবারও নির্বাচন কমিশন গঠিত হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে প্রাপ্তি, অর্জন ও প্রত্যাশার কথা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। করোনার টিকা উৎপাদনে সার্বিক প্রস্ততিও নিয়েছে সরকার।
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, আত্মবিশ্বাস নেই বলেই নির্বাচন বানচাল করতে বিএনপি আবারো নানা পাঁয়তারা শুরু করেছে।
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দাবি করেন, রোহিংগা সংকট সমাধান চায় না বিভিন্ন স্বার্থান্বেষী মহল।
এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা ধরে রাখতে খুনের ধারাবাহিকতা চালু করেছিল।
ই-কমার্স নিয়ে তদন্ত হচ্ছে। উদ্ধার করা টাকা ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।