পরকীয়ার জেরে হত্যা : ২ জনের মৃত্যুদণ্ডাদেশ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ২২০৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটে পরকীয়ার জেরে জামিরুল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জোৎনা বেগম ও শাহিন মিয়া বাবু। মামলার বিবরণে মামলা সূত্র বলছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে জামিরুল ইসলাম স্ত্রী জোৎসনা বেগমের বাপের বাড়িতে থাকতেন। একপর্যায়ে স্ত্রী জোৎসনা বেগমের সঙ্গে একই উপজেলার আটিদাশরা গ্রামের বুলুর ছেলে শাহিন মিয়ার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জোৎসনার স্বামী জামিরুল জানতে পারলে ঘটে এই হত্যাকাণ্ড। জোসনা বেগম ও তার প্রেমিক মিলে ২০১৫ সালের ৯ নভেম্বর জামিরুলকে হত্যা করে।

 
																			 
																		
























