পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরে চলছে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরে চলছে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম।
দুপুরে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদসহ জেলার ৮ উপজেলায় এ কার্যক্রম চলে। তরপুরচন্ডী ইউনিয়নের ৭৪০ জনের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
জনপ্রতি ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা দরে ২ কেজি মশুরের ডাল টাকা এবং ৫৫ টাকা কেজিতে ১ কেজি চিনি বিক্রি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার মোট ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন কার্ডপ্রাপ্তরা এই সুবিধা পাবেন। ৪ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।
জেলার ৮ উপজেলার ২৫ জন নির্ধারিত ডিলারের মাধ্যমে বিভিন্ন স্থানে এ পণ্য টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করছে।