পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর।
আগামি ৪ আগষ্ট মঙ্গলবার পযর্ন্ত ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৫ আগাষ্ট বুধবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ৫ আগষ্ট বুধবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।