পদ্মা সেতু নিয়ে টিআইবি ও সিপিডি’র বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৯:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পদ্মা সেতু নিয়ে টিআইবি ও সিপিডি’র বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত বলেছেন, পদ্মাসেতু নির্মাণের ফলে ২০২৭ সালে দেশের জিডিপি বৃদ্ধি পাবে ৯ দশমিক ৫২ শতাংশ। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এসব কথা বলেন তারা।
‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতুর অবদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।
আলোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত বলেন, পদ্মা সেতু চালু হলে ৩০ বছরের মধ্যেই এর নির্মাণ ব্যয় উঠে আসবে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নানা ষড়যন্ত্রের পরেও পদ্মা সেতু নির্মাণ করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেমিনারে অর্থনীতিবিদ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।