পদ্মা সেতু এলাকার নদী শাসন বাধ নিয়ে আশায় বুক বেধেছে মাদারীপুরের হাজার হাজার পরিবার

- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতু এলাকার নদী শাসন বাধ নিয়ে আশায় বুক বেধেছে মাদারীপুরের হাজার হাজার পরিবার।
মুক্তির আশায় ভাঙ্গন কবলিত হাজার হাজার পরিবার বসত গড়ছে নদী শাসন বাধের মধ্যে।
রোজগারের আশায় এলাকায় বিভিন্ন স্থাপনা গড়ে তুলছেন ভাঙ্গন কবলিত মানুষ। বাধ সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা।
ফেরদৌসি বেগম। অভিজাত বাড়ি, স্কুল, মাদ্রাসাসহ সব সুবিধা নিয়েই বসবাস করছিলেন পদ্মা নদীর চরাঞ্চলে। কিন্তু পদ্মার তীব্র ভাঙ্গনে বাড়ি, স্কুলসহ সবই হারান ফেরদৌসি বেগমসহ চরাঞ্চলের ৪ ইউনিয়নের কয়েক হাজার পরিবার। ২ বছর আগে ফেরদৌসি এবং তার মত ভাঙ্গন কবলিত ৪ ইউনিয়ন ও শরীয়তপুরের জাজিরা চরাঞ্চলের কয়েক হাজার পরিবার ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে শিবচর পদ্মা বেষ্টিত নদী শাসন বাধের মধ্যে।
ভাঙ্গন থেকে মুক্তির আশায় এ বাধটি আরো সম্প্রসারণের দাবী এই সব মানুষের। গত এক যুগে পদ্মা ও আড়িয়াল খাঁ নদী ভাঙ্গনে শিবচর চরাঞ্চলের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৮ থেকে ১০ হাজার ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে নদী পাড়ের মানুষ নদী শাসন বাধকে এখন ভরসার স্থান হিসেবে দেখছেন।
বাধের উপকারিতা স্বীকার করে বাধটি সম্প্রসারণের দাবী জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পদ্মা সেতুর নদী শাসন বাধ সম্প্রসারণ হলে নদীপাড় ও চরের মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে আশাবাদ সচেতন মহলের।