পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের সাথে ঢাকার সড়ক যোগাযোগ আর উন্নয়নের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল পদ্মা নদী। তবে, পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে সেই বাধা দূর হলে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এমন স্বপ্ন দেখছে এ অঞ্চলের মানুষ।
৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে থমকে যায় গোপালগঞ্জের উন্নয়নের যাত্রা। ফলে আর্থ-সামাজিক, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একেবারেই পিছিয়ে পড়ে জেলাটি।
স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হলে এ অঞ্চলে গড়ে উঠবে শিল্প কল কারখানা। ফলে এ জেলায় কমে আসবে বেকারত্বের চাপ। সড়ক যোগাযোগে কমে আসবে ভোগান্তি।
অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোপালগঞ্জবাসী।