পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে ২৬তম স্প্যান

- আপডেট সময় : ০২:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে ২৬তম স্প্যান।
সকালে জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারে ফাইভ-ডি আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর প্রায় ৪ কিলোমিটার। সকাল ৯টার দিকে স্প্যানটি বসানো সম্পন্ন হয়। এর আগে, সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মার্চ মাসে বিকেলের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই স্প্যান বসানোর জন্য দু’দিন করে সময় ধরা হয়েছে। একদিনে স্প্যান পিলারের কাছে নেয়া হবে। পরদিন সকালে পিলারের ওপর তা বসানো হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও দু’টি স্প্যান এনে রাখা হয়েছে। বর্তমানে ৩৯টি স্প্যান আছে প্রকল্প এলাকায়। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৪০টি পিলারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি দু’টি পিলারের কাজ চলছে, যা চলতি মার্চেই শেষ হবে।