পদ্মা সেতুর কারণে অতিতের চেয়ে এবারের ঈদে স্বস্তিতে ঘরে ফিরতে পারছে সাধারণ মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর কারণে অতিতের যে কোন সময়ের চেয়ে এবারের ঈদে স্বস্তিতে ঘরে ফিরতে পারছে সাধারণ মানুষ। আর এই কারণে বিএনপি নেতাদের মন খারাপ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, পদ্মাসেতু নির্মাণের পর বিশ্বব্যাংক থেকে শুরু করে পাকিস্তানও প্রধানমন্ত্রী ও সরকারকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু বিএনপি নেতারা এখনো মিথ্যচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এখন আর তাদেরকে বিশ্বাস করে না। মির্জা ফকরুলের বক্তব্যকে পাগলের প্রলাপ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বক্তব্য রাখেন।