পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিএনপি সরকার ক্ষমতায় এসে পদ্মসেতুর সমীক্ষা বন্ধ করে দিয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থে পদ্মসেতুর অর্থায়ন বন্ধের ষড়যন্ত্র হয়েছিল। আদালত দুর্ণিতীর প্রমাণ না পেলেও সুশীলরা সমালোচনায় মেতে উঠেছিল। দেশের মানুষের সাহসে পদ্মাসেতু মাথা তুলে দাঁড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের সমসাময়িক সার্বিক পরিস্থিতি নিয়ে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্য পরিস্থিতি নিয়ে দু:খ প্রকাশ করে প্রধানমন্ত্রী।
ব্যক্তিগত স্বার্থে দেশের মানুষই ষড়যন্ত্র করে বিশ্বব্যাংককে অর্থায়ন দিতে না করেছিলো বলে জানান প্রধানমন্ত্রী।
পদ্মসেতু নিয়ে যারা বিরোধিতা করেছিল তাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সমালোচনাকারীদের পদ্মাসেতু ঘুরে আসার আহ্বান জানন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সকল ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দু:খ লাগব হবে বলে জানান সরকার প্রধান।