পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে অন্তর্ঘাতমূলক ঘটনার চক্রান্ত চলছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে অন্তর্ঘাতমূলক ঘটনার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় তিনি বলেন, উদ্বোধনের পরদিন টোল নিয়ে গাড়ি চলাচল শুরু হবে। আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের দিন দলীয় নেতাকর্মীদের ‘সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন’।
আগামী ২৫ জুন সকাল ১০টায় জমকালো আয়োজনে বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী থাকবে নানা আয়োজন। পদ্মা সেতু উদ্বোধনের দিন সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের।
পদ্মা সেতুর উদ্বোধনের সকল আয়োজন সফলভাবে সম্পন্ন করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেতুর দু’পারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সেতু বিভাগ।
এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, অনেক ষড়যন্ত্রের পরও নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান।
তারা জানান, সমাবেশে আসার সময় যেনো কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সীতাকুণ্ডের মতো অন্তর্ঘাতমূলক ঘটনার চক্রান্ত চলছে।
পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বিরোধীতাকারীদের প্রতিশোধ নেয়ার কথাও জানান তিনি।
উদ্বোধনের পরদিন, ২৬ জুন থেকে টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মাসেতুর উপর দিয়ে গাড়ি চোচল শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের।