পদ্মা সেতুর উদ্বোধনের দিন নির্ধারন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিন নির্ধারন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গর্তের ভেতর থেকে বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে সভা করে আওয়ামী লীগ।
এতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করেন দলের কেন্দ্রীয় নেতারা। সেদিন স্বদেশ প্রত্যাবর্তনে জিয়াউর রহমান বাঁধা দেয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন তারা।
সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
সুচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র হলেও পদ্মা সেতু এখন দৃশ্যমান।
গেল ৪৭ বছরে দেশের সবচেয়ে দক্ষ প্রশাসক, সফল কূটনীতিক এবং জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা বলে মন্তব্য করেন, ওবায়দুল কাদের।