পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজে বসে কেক কেটে আনন্দে সামিল হয়েছে সাকিব আল হাসানের দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও মেতে উঠেছিল পদ্মা সেতুর উদ্বোধনের বর্ণিল উৎসবে।
দেশের ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেন্ট লুসিয়ায় থেকেই উৎসবে সামিল হয়েছে টাইগাররা। কেক কেটে উদযাপন করেছে পদ্মা সেতুর উদ্বোধন।
অধিনায়ক সাকিবের নেতৃত্বে বিশাল এক কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্যসহ কোচিং স্টাফরাও। এছাড়া এমন এক স্বপ্নের সেতুকে বাস্তব রূপ দেওয়ায় জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজ থেকে এক ভিডিও বার্তায় পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিব-তামিম।