পদ্মা সেতুর উদ্বোধনীতে সব জেলায় হবে অভূতপূর্ব আনন্দ উৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ২৫ জুন প্রতিটি জেলায় একসাথে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদযাপিত হবে, এটি দেশের মানুষের জন্য বড় চমক। তিনি বলেন, পদ্মাসেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন চীফ হুইপ। পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে এমন উৎসব হবে–দেশের ইতিহাসে যা কোনদিন হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। জনগণকে কিভাবে সঠিক সেবা দেয়া যায়, সে পদক্ষেপ নেয়া হয়েছে।