পদ্মা সেতুতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে চালকসহ তিনজন আহত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে চালকসহ তিনজন আহত হয়েছে।
বিকেলে সেতুর উত্তর ভায়াডাক্টে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। তবে এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাওয়ার পথে টোল প্লাজার ২০০ গজ সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজের ট্রাকটি উল্টে যায়।
এতে চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


























