পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশু নিখোঁজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশু নিখোঁজ হয়। আজ ভোরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আরেক শিশু।
শিবচর নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার কাঁঠালবাড়ি চরচান্দ্রা এলাকায় পদ্মা নদীতে আরাফাত, আব্দুর রহিমসহ সমবয়সী ৭ জন শিশু একত্রে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে আরাফাত ও আব্দুর রহিম পানিতে ডুবে নিখোঁজ হয়। অন্য ৫ শিশু সাঁতরে তীরে ওঠার পর বিষয়টি জানালে খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশ গিয়ে স্থানীয় ডুবুরী দিয়ে তল্লাশি শুরু করে। নিঁখোজ শিশুকে উদ্ধারে ভোর থেকে কার্যক্রম চলমান রয়েছে। নিহতেরা চরচান্দ্রা এলাকার একটি মাদ্রাসার ছাত্র।