পদ্মায় হঠাৎ পানি বাড়ায় মারাত্মক ভাঙ্গনের কবলে পড়েছে পাটুরিয়া ফেরিঘাট

- আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঘুর্ণিঝড় আম্ফানের পর পদ্মায় হঠাৎ পানি বাড়ায় মারাত্মক ভাঙ্গনের কবলে পড়েছে পাটুরিয়া ফেরিঘাট। আম্ফানের পর নদীতে পানি বেড়েছে প্রায় ৪/৫ ফুট। পানি বৃদ্ধির সাথে প্রতিদিনই ভাঙ্গছে ঘাট। এরই মধ্যে ৪টি ঘাটের ৩টিই অচল হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অবশিষ্ট ফেরিঘাটটি নদীগর্ভে বিলীন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
পদ্মায় সাধারণত বর্ষায় পানি বাড়া-কমার সময় নদীভাঙ্গন শুরু হয়। কিন্তু এবার বর্ষা মৌসুম শুরুর আগেই ঘুর্ণিঝড় আম্ফানের পর ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় নদীতে হঠাৎ পানি বাড়তে শুরু করেছে। সেই সাথে ঝড়ো বাতাস পদ্মার ভাঙ্গনকে আরো তীব্র করে তুলেছে। গত ক’দিনে নদীতে ৪-৫ ফুট পানি বাড়ায় পাটুরিয়া ফেরিঘাটের হাই ও মিড ওয়াটার লেবেলের অগ্রভাগে শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। এরই মধ্যে পাটুরিয়া ঘাটের ৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে বিআইডব্লিউটিসি’র ৩, ৪ ও ৫নং ফেরিঘাট ভাঙ্গন ও পানিতে ডুবে প্রায় অচল হয়ে পড়েছে। পন্টুন তলিয়ে যাওয়ায় বর্তমানে একটি ঘাট দিয়ে প্রচণ্ড ঝুঁকি নিয়ে যানবাহন ফেরিতে উঠানামা করছে।
প্রয়োজনীয় পদক্ষেপ কার্যকর হলে আগামী দু’ সপ্তার মধ্যেই পাটুরিয়া ঘাট স্বাভাবিক অবস্থায় ফিরতে পাবে বলে জানালেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা। শুধু আশ্বাসের বাণী নয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ও অন্যান্য অঞ্চলের যোগাযোগ স্বাভাবিক রাখতে দ্রুত ঘাটের ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি যাত্রী ও চালকদের।