পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটে চরম দুর্ভোগে পড়ে ঘরমুখো মানুষ

- আপডেট সময় : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটে চরম দুর্ভোগে পড়ে ঘরমুখো মানুষ। শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় বাড়তি চাপ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার যাত্রীদের ঢল নামে শিমুলিয়া ঘাটে। নৌ-রুট হয়ে পার হতে আসা প্রায় দুই শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান পদ্মা সেতুর টোল প্লাজার সামনে আটকে রেখেছে পুলিশ। অন্যদিকে আরিচা ঘাট এলাকায় প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার জুড়ে যানবাহনের জটলা তৈরি হয়েছে ।
পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে স্রোত তীব্র আকার ধারন করায় ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল । ৮ থেকে ৯টি ফেরি ধারন ক্ষমতার কম যানবাহন দিয়ে গরু বোঝাই ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে। ঘাটে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুল আলীম বলেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ভোর ৫টা থেকে ৮ থেকে ৯টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোত থাকায় বিকল্প চ্যানেল দিয়ে ফেরিগুলো পারাপারে দ্বিগুন সময় লাগছে। করোনা ঝুকি নিয়ে ফেরি,লঞ্চ ও সি-বোটে প্রচণ্ড ভিড়ে নদী পার হচ্ছেন যাত্রীরা। আরিচা ঘাট এলাকায় প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার জুড়ে যানবাহনের চাপ বেড়েছে। ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছে না যানবাহন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক মো. মহিউদ্দিন রাসেল বলেন, এই নৌ রুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় প্রাইভেটকার, মাইক্রো, যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়ছে।