পদ্মাসেতু চালুর আগেই দেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্রে মেতেছে বিএনপি: ওবায়দুল কাদের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
 - / ১৫৭০ বার পড়া হয়েছে
 
পদ্মাসেতু উদ্বোধনের আগেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি। এ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। সকালে ঢাকার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব পদ্মাসেতুতে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে না পারলে মেগা প্রকল্প নিয়ে মিথ্যাচারের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। পলিটিক্যাল হ্যালুসিনেশনে আক্রান্ত বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।
																			
																		














