পদ্মাসেতুর ৩৫তম স্প্যান বসছে আজ

- আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মাসেতুর ৩৫তম স্প্যান বসছে আজ। চলতি মাসে এ নিয়ে তিনটি স্প্যান বসানো হয়েছে।
শনিবার এই স্প্যানটি বসানো হবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর। সফলভাবে স্প্যান বসলে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ২৫০ মিটার। এরপর বসবে আরো ৬টি স্প্যান। ৩৪তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় বসতে যাচ্ছে এটি। প্রাকৃতিক কারণ বাধা হয়ে দাঁড়ালে একদিন বেশি সময়ও লাগতে পারে। শুক্রবার বিকালে এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। যেখানে বলা হয়েছে, পদ্মায় পলি জমে নাব্য সৃষ্টি হয়েছে। ফলে ৮ ও ৯ নং পিলারের কাছে স্প্যান সম্বলিত ক্রেন পৌঁছতে পারেনি। ঐ জায়গায় ড্রেজিংয়ের কাজ চলছে বলেও জানানো হয়েছে। কয়েকদিন আগে এই জায়গায় ১৩০ ফুট গভীরতা ছিলো, সেখানে শুক্রবার গভীরতা পাওয়া গেছে সাত ফুট। এমন পরিস্থিতিতে স্প্যান বসানোর সময় পরিবর্তন করা হয়।