পদ্মাসেতুর প্রকল্প কার্যক্রমকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার আহ্বান আরব আমিরাত প্রবাসীদের

- আপডেট সময় : ১২:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পদ্মাসেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর মধ্যে সারজাহ বাংলাদেশ সমিতির কার্যালয় বঙ্গবন্ধু হল রুমে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল বিভিন্ন আয়োজন।
স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে এই মাইলফলক যোগাযোগ ব্যবস্থা। উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশীরাও।
বাংলাদেশ সমিতি আবুধাবি ও বাংলাদেশ সমিতির সারজাহ ও বাংলাদেশ সমিতির ফুজিরার সহযোগিতায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন দুবাই কনসুলেট।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়ে পদ্মা সেতুর প্রসঙ্গে তাদের অনুভূতির কথা জানান।
তবে নানা আশা ও প্রত্যয় নিয়ে স্বপ্নের সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা সহ ছিলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমিরাতে অবস্থানরত প্রকৌশলীরা এই সেতুর প্রকল্প কার্যক্রমকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার আহ্বান জানান আগত অতিথিরা।
সারা বিশ্বে পদ্মা সেতু নির্মাণ বড় অর্জন হিসেবে বিবেচিত হবে বলে আলোকপাত করেন প্রবাসীরা।