পদত্যাগের পর সরকারের কেউ দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না : গয়েশ্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
পদত্যাগের পর সরকারের কেউ দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। জনদাবি অনুযায়ী বিচারের মুখোমুখি হতে তাদের সবাইকে দেশেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার- ভোটাধিকার ও মানবাধিকার কেড়ে নিয়েছে। এটি বহির্বিশ্বও অবগত থাকায় বিদেশী প্রতিনিধিরা এখন বাংলাদেশে আসা শুরু করেছেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য ও জনগণের ভোগান্তি বেড়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বর্তমানে সরকারের সাথে আলোচনার কোন সুযোগ নেই। তাদের পদত্যাগই একমাত্র সমাধান।