পথে পথে বাধা উপেক্ষা করে ফরিদপুরের গণসমাবেশে নেতাকর্মীদের ঢল
- আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
সকাল ১১টায় শুরু হয় সমাবেশ। গণসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভীড়ে রাতেই পরিপূর্ণ হয়ে ওঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ। ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন উপায়ে সমাবেশস্থলে পৌঁছেছেন নেতাকর্মীরা ।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন এলাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
সকাল ১১ টা বাজার সাথে সাথেই শুরু হয় ফরিদপুরের বিভাগীয় সমাবেশ।
হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখর গোটা এলাকা।
সমাবেশকে কেন্দ্র করে আর ৩৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট থাকায় সকাল থেকেই নেতাকর্মীদের পায়ে হেঁটে সমাবেশস্থলে আসতে দেখা যায়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকতে চান তারা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের জাতি অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

















