পটুয়াখালী নাটোর বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
পটুয়াখালী, নাটোর, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিষপানে আত্মহত্যা করেছে দু’জন। স্থানীয়রা জানায়, তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে বিরোধ তৈরি হয়। অভিভাবকরা তাদের সম্পর্ক মেনে নেবে না এমনটা জানালে অভিমানে মঙ্গলবার সন্ধ্যায় তারা দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করে।
নাটোরের লালপুরে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কদিমচিলানে গমের জমি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে একই উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের পাটিকাবাড়ি রেল লাইনের পাশে ২১ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি ভাড়া বাসা থেকে অন্তর চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় ঘরে ফ্যানের রিংয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অন্তরকে পাওয়া যায়। ঘটনার জন্য প্রেমিকা নদী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।