পটুয়াখালীর শ্রমিক নেতার হাত বিচ্ছিন্ন করার ঘটনায় ২ জন গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মূল অভিযুক্তসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত আড়াইটার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে বরগুনা জেলার আমতলীর পূজাখোলা গ্রামে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।