পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচী নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত রিচী- রায়হান নামের এক যুবকের সঙ্গে স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হয়। একপর্যায় রায়হান বাইরে থেকে এসে হোটেলের কক্ষ ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। হোটেলের রেজিষ্টার অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহীদুল ইসলামের মেয়ে।























