পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সকালে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ছেড়ে যেতে বললেও যায়নি তারা। অভিযানে শতাধিক দোকানপাট ও ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে, উচ্ছেদ চলাকালে পাশের সড়কে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শহরের পিডিএসএ মাঠ সংলগ্ন রাস্তার পাশে দীর্ঘদিন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছে একদল লোক।