পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকালে কমিশনের বৈঠকশেষে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার কথা জানান ইসি সচিব হুমায়ুন কবীর। সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯০তম মুলতবি সভা নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাশেষে পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসময় তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।