পঞ্চগড় সীমান্ত থেকে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের সীমান্ত থেকে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
গতরাতে পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্ত থেকে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ পঞ্চগড় পুলিশের ৩ সদস্য ওই সীমান্ত এলাকায় গেলে সেখানে কয়েকজন ভারতীয় নাগরিকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখান থেকে ওমর ফারুককে ধরে নিয়ে যায় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে পালিয়ে আসেন পুলিশের অপর দুই সদস্য।