পঞ্চগড় মুহুরীজোত গ্রামে বাঘ আতঙ্কে ভুগছে এলাকাবাসী

- আপডেট সময় : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদরের মুহুরীজোত গ্রামে তিন দিন ধরে বাঘ আতঙ্কে ভুগছে এলাকাবাসী। বাঘ ধরতে প্রশাসন ও বন বিভাগ নিয়েছে নানা পদক্ষেপ। প্রায় চার একর জমির উপর পরিত্যক্ত চা বাগান, স্থানীয়দের সহযোগিতায় পরিষ্কার করছে প্রশাসন। এলাকাবাসী উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছে বাঘ আটক দেখতে।
বাঘ ধরতে, পঞ্চগড় সদর উপজেলার মুহুরিজোতে স্থানীয়দের সহযোগিতায় জঙ্গলাকীর্ণ চা বাগান পরিষ্কার করছে প্রশাসন। এসময়, ভেতর থেকে মরা পশুর দুর্গন্ধ পেয়েছে বলে জানায়, স্থানীয়রা। এদিকে, শত শত উৎসুক মানুষ বাঘ দেখতে ভিড় করছে।
ইতিমধ্যে বাঘের হামলায় এক গরু মারা গেছে। স্থানীয়দের সুরক্ষার কথা চিন্তা করে, বাঘ আটকাতে তৎপর হয়ে উঠেছে সবাই। তৈরি করা হয়েছে বাঘের খাঁচা। স্থানীয়রা জানায়, ভারত থেকে বাংলাদেশে আসার পর পরিত্যক্ত চা বাগানে বসবাস শুরু করে। ১৯ আগস্ট সন্ধ্যায় একটি গরুকে মেরে ফেলার পর, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা জানান, জীবিত ধরার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। জঙ্গল পরিষ্কার হলে সহজেই ধরা যাবে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলেছে প্রশাসন।