পঞ্চগড়-ঢাকা রেল পথে অবহেলিত একটি রেলস্টেশন নয়নিবুরুজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
পঞ্চগড়-ঢাকা রেল পথে অবহেলিত একটি রেলস্টেশন নয়নিবুরুজ। সাম্প্রতিক ডুয়েলগেজে রুপান্তর করা হলেও স্টেশনের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। স্টেশনটিতে কোন জনবল না থাকায় টিকিট ও মালামাল বুকিং করতে দূর্ভোগে পড়ছেন স্থানীয়রা। নতুন করে জনবল নিয়োগ না দেয়া পর্যন্ত স্থানীয়দের ধৈর্য ধরার পরামর্শ সংশ্লিষ্টদের।
জনবল শুন্য স্টেশনটিতে আন্তঃনগর কোন ট্রেন না থামলেও দুই জোড়া মেইল ট্রেন সামান্য সময়ের জন্য থামে। এতে বেশকিছু যাত্রী ওঠা-নামা করলেও জনবল না থাকায় টিকিট বিক্রি ও মালামাল বুকিং এর জন্য পাশ্ববর্তী রেলস্টেশনে নেমে টিকিট ও মালামাল বুকিং করতে হয়। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত স্থানীয়দের ধৈর্য ধরার পরামর্শ দেন রেলওয়ের এ কর্মকর্তা। যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।