পঞ্চগড় ও গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষ সংকটে

- আপডেট সময় : ০১:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পঞ্চগড় ও গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে চলছে অঘোষিত লকডাউন। গ্রামে গ্রামে অসংখ্য মানুষ ঘরবন্দী রয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ সংকটে পড়েছে। বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার লক্ষাধিক শ্রমিক খাবার সংকটে পড়েছে। এদিকে, গাইবান্ধার প্রত্যন্ত এলাকায় ঢাকা থেকে আসা ব্যক্তিরা হরহামেশাই চলাফেরা করছে। তাদের হোম-কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না
করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের মানুষকে ঘরে থাকতে বলার পর পঞ্চগড়েও অঘোষিত লকডাউন চলছে। জেলায় এখন সবকিছু বন্ধ। দৈনন্দিন কাজ কর্ম করে যারা সংসার চালাতো, তাদের হাতে এখন কাজ নেই । বেকার হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক। গত কয়েক মাস আগে প্রকৃতি বিরোধী পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়িরাও চরম বিপাকে পড়েছে। চা শ্রমিকরাও বেকার হয়ে পড়েছে।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসন গ্রামীণ পর্যায়ে দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত করছেন। অচিরেই তাদের হাতেও খাবার পৌছে যাবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।
গাইবান্ধায় করোনা ভাইরাসের কারণে সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। সাধারন মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা শহরে এর প্রভাব পড়লেও গ্রামাঞ্চলে পুরাটাই উল্টো। হরহামেশাই চলাফেরা করছে লোকজন, ছোট ছোট চা দোকানগুলোতে চলছে আড্ডা।
সরকারের ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়ে গ্রামে ফেরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন। তারা ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তা মানা হচ্ছেনা। অন্যদিকে, কয়েকদিন ধরে কর্মজীবী মানুষ কাজ করতে না পেরে অসহায় জীবন যাপন করছেন ।
গ্রামগুলোতে সচেতনা বাড়ানের পাশাপাশি অসহায় মানুষের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান উপজেলা নিবাহী কর্মকর্তা ।
গাইবান্ধায় ২৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশী। আর ৪জন করোনা শনাক্ত রোগীকে বর্তমানে সদর হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে।