পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে

- আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। শিশু ও বয়স্করা পড়েছেন বিপাকে। শহরের গরম কাপড়ের দোকানে ভীড় বেড়ে গেছে। ফুটপাত থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ।
এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে স্বপ্ন যাত্রা নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ও দেবনগড় ইউনিয়নের নিজবাড়ি দোতলা মোড় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার ভজনপুর ও দেবনগড় ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক গরীব অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন যাত্রা সংগঠনের প্রতিষ্ঠাতাসহ অনেকে।
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে তিন শতাধিক অসহায় দুঃস্থ্য ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী শেখ জহিরুল ইসলাম। সকালে সেবামূলক সংগঠন এভারগ্রীণ পিরোলী কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।