পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সংঘর্ষ : নিহত ২
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
 - / ১৮৬৯ বার পড়া হয়েছে
 
পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দু’জন নিহতের পর শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরে রেব-পুলিশের পাশাপাশি ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর মুসুল্লিরা কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। বাধার মুখে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন মুসুল্লিরা। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে মুসুল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাঠে নামে বিজিবি ও রেব। এ সময় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। মুসুল্লিদের পাল্টা ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষে আরিফুর রহমান ও জাহিদ হাসান নামের দুই তরুণ নিহত হন।
																			
																		














