পঞ্চগড়ের আটোয়ারীতে ইউপি নির্বাচনে এক সতিনকে জয়ী করতে মাঠে নেমেছে তার অপর দুই সতিন

- আপডেট সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার খবরে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আসন্ন এ নির্বাচনে স্থানীয়দের দৃষ্টি কাড়ছে উপজেলার রাধানগর ইউনিয়নের সংরক্ষিত একটি মহিলা সদস্য পদ। ওই ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে এক সতিনকে জয়ী করতে মাঠে নেমেছে তার অপর দুই সতিন।
‘সতিন’ মানেই খল চরিত্র, ঝগড়াটে; কিন্তু বাস্তবে এর ব্যতিক্রমও আছে।
পঞ্চগড়ের আটোয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতিনের পক্ষে প্রচারণায় নেমে এই প্রবাদ উল্টে গেছে।স্বামী দেলোয়ার হোসেনের প্রথম স্ত্রীর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন ২য় ও তৃতীয় স্ত্রী। এলাকায় হইচই পড়ে গেছে।
সবাই তাদের প্রচারণা দেখতে ভিড় জমাচ্ছেন। মেজো বউ আকলিমা বেগম বলছেন, শুধু ভোটই নয়, সুখ-দুঃখে তারা একে অপরকে সহযোগিতা করছে। নির্বাচনে শাহিনা আকতারকে বিজয়ী করতে তারা তিনজনই একসাথে নির্বাচনী মাঠে কাজ করছে। একই সুরে কথা বলছেন এলাকাবাসীরাও।
প্রার্থী বড় বউ শাহিনা আকতার বলছেন, সতীন নয় বোনের মতো সম্পর্ক নিয়ে তাদের বসবাস।বিজয়ী হলে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে চান তিনি। নির্বাচনে জয়ী হবার প্রত্যয় প্রার্থীর স্বামী দেলোয়ার হোসেনের।
নারী নেতৃত্বকে সুসংগঠিত ও শক্তিশালী করতে দক্ষ ও মেধাবী প্রার্থীদের কাজে সুযোগ সৃষ্টি করা দরকার বলে মনে করেন এ নারী উন্নয়নকর্মী।
আগামী ২ নভেম্বর এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।