পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১৯০০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছেন। সকালে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া থানার ওসি সুজয় কুমার রায়।
নিহতদের মরদেহ বিএসএফ ভারতীয় ফাঁসিদেওয়া ক্যম্পে নিয়ে গেছে। বিজিবি জানান, সকালে রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। ওসি সুজয় কুমার বলেন, নিহত দু’জন গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতের নাম পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।