পঞ্চগড়ে নানান অযুহাতে দিনের পর দিন বেড়েই চলছে শাক-সবজি ও মাছের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ১৮০১ বার পড়া হয়েছে
এতোদিন তীব্র তাপদাহে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হবার কথা বলে কয়েক দফা দাম বাড়ায় বিভিন্ন শাক-সবজির। এবার ব্যবসায়ীরা নতুন করে অযুহাত তুলেছে বৃষ্টির। আর এ অযুহাতে সব ধরণের সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দু’শ টাকা দরের কার্প মাছ এক লাফে তিনশ টাকা। মাছের কেজি প্রতি দাম বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা। বাজারে আসা ক্রেতারা শাক সবজি ও মাছের দামের এমন উর্ধ্বমূখীতে বেশ বিরক্ত। তারা বলছেন, জেলায় মৌসুম ভিত্তিক বিভিন্ন শাক সবজি উৎপন্ন হলেও বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। এতে দূর্ভোগে পড়ছে নিম্ন ও মানুষ আয়ের লোকজন।