পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ থেকে ১২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে দেশের একমাত্র চতুর্দশী স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ থেকে ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঈদুল আযহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী বন্দরে আজ থেকে ৩০ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৩১ জুলাই থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
এছাড়া আগামীকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।