নয় বছর পর, ১০ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নয় বছর পর, ১০ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘ দিন পর নির্বাচন পেয়ে সাধারন ভোটারদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানায়, ইসি।
নয় বছর প্রতীক্ষার পর, ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। পৌরসভাটি সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় নয়টি ওয়ার্ডকে ২৭টিতে পরিনত করা হয়েছে। কিন্তু, শেষ সময়ে সিটির পরিবর্তে প্রায় ৬৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বর্ধিত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রার্থীরা বর্তমানে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। যাচ্ছেন সাধারন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে জয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯৪ জন। নিজ নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দীর্ঘ প্রতীক্ষার পর, নির্বাচন পেয়ে খুশি স্থানীয়রা। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেবেন বলে জানায় তারা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ভোটার রয়েছে এক লাখ ৪৮হাজার তিন’শ ১৩জন। শান্তিপূর্নভাবে ভোট দেয়ার আশা করছে তারা।


















