নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে জামাই ও শ্বশুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গেল ২১ নভেম্বর সকালে যোগানিয়া গ্রামের আব্দুর রউফের জামাই রবিউল গাজীকে বিনা কারণে মারধর করে প্রতিপক্ষের লোকজন।
ঝিনাইদহে আবাদী জমিতে খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক-কৃষাণীরা অংশ নেয়।
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর অপসারনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় ইউপি চেয়ারম্যান আসামী হওয়ার পর পলাতক থাকা অবস্থায় নানা সন্ত্রাসী কর্মকান্ড এবং পরিষদের গাছকাটা, বিভিন্ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সাতক্ষীরা আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী মন্টুর সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগিদের হুমকীর হাত থেকে রক্ষা পেতে ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।