নড়াইলে ছাত্রলীগ নেতা ও ময়মনসিংহে এক কৃষককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১২:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নড়াইলে ছাত্রলীগ নেতা ও ময়মনসিংহে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান। স্বজনরা জানান, রেজওয়ান দিঘলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নবগঙ্গা ডিগ্রী কলেজ এলাকায় শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে তার ওপর এ হামলা চালানো হয়। এলাকার
চিহ্নিত সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রেজওয়ানকে গুরুতর জখম করে। পরে নড়াইল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এদিকে, ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় পাওনা ৩০ টাকা ঝগড়ার এক পর্যায়ে খুন হন জয়নাল আবেদীন নামের এক কৃষক। স্থানীয় বাইস্যা গ্রামের কৃষক জয়নাল আবেদীন গোলাম মোস্তফার কাছে পাওনা ৩০ টাকা ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাম মোস্তফা এলোপাথাড়ি মারতে থাকলে ঘটনাস্থলের মারা যান জয়নাল আবেদীন।
























