নড়াইলের নড়াগাতি থানার মাউলি স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলের নড়াগাতি থানার মাউলি স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাউলী পঞ্চপল্লী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় মহাজন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।ট্রাইবেকারে মহাজন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুমড়ি ফুটবল একাদশকে পরাজিত করে। উভয় দলেই বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তুমুল প্রতিন্দ্বন্দ্বীতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াগাতি থানার পরিদর্শক প্রবীর কুমার দাস, মুক্তিযোদ্ধা শেখ মকিদ, মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার মিকুসহ অন্যরা।পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।



















