ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ, প্রশাসন, কোর্ট যথাযথ দায়িত্ব পালন করছে কিনা তা মনিটরিং করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন, কোর্ট যার যার দায়িত্ব তা যথাযথ পালন করছে কিনা তা পর্যবেক্ষণে প্রতিটি জেলায় মনিটর করা হবে।
রায়ের ভাষা মানুষ যাতে বুঝতে না পারে সেজন্য বাংলায় রায় লেখার উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ। রেফারেন্স ও ইংরাজি আইন গুলো বাংলায় রুপান্তর করা হচ্ছে। সকালে মেহেরপুর সার্কিট হাউজে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিচারপতি আরো বলেন, মামলার আধিক্য হ্রাস ও দীর্ঘসুত্রতা পরিহারের লক্ষে ৮ট বিভাগের জন্য মনিটর কমিটি গঠন করে ৮ জন বিচারপতিকে দাযিত্ব দেয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পায় সেজন্য প্রধান বিচারপতিও কাজ করছেন। পুরনো মামলাগুলো কেন দ্রুত নিষ্পত্তি হচ্ছেনা সেসব সমাধানেও কাজ চলছে।










