নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কারো সাথে যুদ্ধ নয়, তবে বাংলাদেশ যদি কোনভাবে আক্রমণের শিকার হয় তাহলে সেটা মোকাবেলার মতো যথেষ্ট সক্ষমতা ও শক্তি অর্জন করতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, চট্টগ্রামের নেভাল বার্থ-১ এ বাংলাদেশ নৌ বাহিনীর নতুন পাঁচটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে, এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নৌবহরে যুক্ত হলো নতুন দুইটি আধুনিক ফ্রিগেট বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ ও একটি করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা এবং দুইটি জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশী। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং করেন।
এসময় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে। শুধু সমুদ্রসীমা রক্ষাই নয়, সামুদ্রিক সম্পদ আহরণ করা ও কাজে লাগানোর জন্য পদক্ষেপ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, কারও সাথে যুদ্ধ নয়, তবে যদি কখনও আক্রান্ত হয় তা মোকাবিলা করার সার্মথ্য অর্জন করতে চায় বাংলাদেশ।
সরকার প্রধান আরো বলেন, সমুদ্র সীমার অধিকার আদায়ে আওয়ামী লীগ ছাড়া আর কেউ উদ্যোগ নেয় নি।